কিস্তি টুপি মাথায় দিয়ে নামায আদায়

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

কিস্তি টুপি মাথায় দিয়ে নামায পড়লে কি নামাযের কোন ক্ষতি হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইসলামের দৃষ্টিতে এমন টুপি পরিধান করা সুন্নাত যা মাথার সাথে মিশে থাকে। কেননা, রাসূল c -এর বাড়ীতে অবস্থানকালীন সময়ে টুপি মাথার সাথে মিশে থাকতো। অতএব, যে কোন প্রকার টুপি হোক না কেন, মাথার সাথে মিশে থাকলে এবং বিধর্মীদের সাথে সামঞ্জস্য না হলে তার দ্বারা সুন্নাত আদায় হবে এবং এর দ্বারা নামায পড়াও সহীহ হবে। সুতরাং কিস্তি টুপিও যেহেতু মাথার সাথে মিশে থাকে, তাই তা পরে নামায পড়লে নামাযের কোন ক্ষতি হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১