“সন্তান সুস্থ্য হলে আকীকা করবো” বলার দ্বারা মান্নত হয়

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসকসম-মান্নত১৬ মে, ২১

প্রশ্ন

আক্বীকা জন্য মান্নত সহিহ হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উপরোক্ত শব্দে আকীকার মান্নত করলে তা মান্নত বলে গণ্য হবে না। তবে যদি এমন বলতো যে, সুস্থ্য হলে আকীকার পশু জবাই করে তা সদকা করে দিবে, তাহলে তা মান্নত হতো। -ফাতাওয়া মাহমূদিয়া-২৬/৪৩৪-৪৩৫

- والله اعلم باالصواب -

সূত্র

  • الدر المختار مع الشامى, খন্ড: , পৃষ্ঠা: ৫২৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৬ মে, ২১