“উলামাদের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি” কথাটি কি হাদীস

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবিধ১৪ মে, ২১

প্রশ্ন

“উলামাদের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি” কথাটি কি হাদীস?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উক্ত বক্তব্যটির আরবী ইবারত হল, مداد العلماء افضل من دماء الشهداء • শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালি উত্তম। উক্ত বক্তব্যটির বিষয়ে মুহাদ্দিসীনে কেরামের মন্তব্য–

১. মোল্লা আলী কারী i বলেন, কেউ কেউ বলেন, এর কোন ভিত্তি নেই, অথবা এটি জাল। -আলআসরারুল মারফুআ, বর্ণনা নং-৩০৩

২. আল্লামা মারয়ী আলকারমী i বলেন, এটি আসলে হযরত হাসান বসরী i এর বক্তব্য। -আলফাওয়ায়েদুল মাউজুআ, বর্ণনা নং-১০৭

৩. আল্লামা যারকানী i বলেন, এটি হাসান বসরী i এর বক্তব্য। এটিকে মারফূ বলা মওজু। -মুখতাসারুল মাকাসিদ, বর্ণনা নং-৯২৬

৪. আল্লামা ইবনুল জাওযী i বলেন, এটি হাদীস নয়। -আলইলালুল মুতানাহিয়া-১/৮০

মুহাদ্দিসীনদের উল্লেখিত বক্তব্য দ্বারা একথাই প্রমানিত হয় যে, উক্ত বক্তব্যটি মূলত হযরত হাসান বসরী i এর কথা হাদীস নয়। তাই এটিকে রাসূল c এর হাদীস বলা জায়েজ হবে না।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৪ মে, ২১