“আমি ইলমের শহর আলী তার দরজা” এটি কি জাল হাদীস

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসসিরাত ও ইতিহাস১১ মে, ২১

প্রশ্ন

“আমি ইলমের শহর আর আলী তার দরজা”বক্তব্য নির্ভর হাদীসটির হুকুম কি? হাদীসটি কি রাসূল c থেকে প্রমাণিত না জাল?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَال: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم: «أَنَا مَدِينَةُ الْعِلْمِ وَعَلِيٌّ بَابُهَا فَمَنْ أَرَادَ الْعِلْمَ فَلْيَأْتِهِ مِنْ بَابِهِ» • হযরত ইবনে আব্বাস e থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল c ইরশাদ করেছেন, আমি হলাম ইলমের শহর আর আলী হলেন তার দরজা। যে ব্যক্তি ইলম অর্জনের ইচ্ছে করে সে যেন দরজা দিয়ে প্রবেশ করে।

হাদীসটি যেসব কিতাবে বর্ণিত আলমুজামুল কাবীর, হাদীস নং-১১০৬১। মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৪৬৩৭। কানযুল উম্মাল, হাদীস নং-৩২৮৯০। আলমুসনাদুল জামে, হাদীস নং-১০৩৩৯। সুনানে তিরমিজী, হাদীস নং-৩৭২৩

এ হাদীসটির বিষয়ে মুহাদ্দিসীনে কেরামের বিস্তর কালাম রয়েছে। অনেকেই এটিকে জাল তথা বানোয়াট বলে আখ্যায়িত করেছেন। অনেকে জঈফ বলে মন্তব্য করেছেন। তবে অনেকেই এটিকে সনদ সহীহ কিংবা হাসান পর্যায়ের হাদীস বলে স্বীকৃতি দিয়েছেন। যেমন-

১. আল্লামা সাখাবী i বলেন, হাদীসটি হাসান। -আলমাকাসিদুল হাসান, বর্ণনা নং-১২৩

২. আল্লামা যারকানী i বলেন, হযরত ইবনে আব্বাস e থেকে বর্ণিত হাদীস হাসান লিনাফসিহী, আর হযরত আলী e থেকে বর্ণিত বর্ণনাটি হাসান লিগাইরিহী। -মুখতাসারুল মাকাসিদ, বর্ণনা নং-১৭০

৩. আল্লামা শাওকানী i বলেন, হাদীসটি হাসান লিগাইরিহী। -আলফাওয়ায়েদুল মাজমূআ, বর্ণনা নং-৩৪৯

৪. আল্লামা হাকেম নিশাপুরী i বলেন, এ হাদীসের সনদ সহীহ। -মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৪৬৩৭

যেহেতু গ্রহণযোগ্য একাধিক জরাহ তাদীলের ইমামগণ উক্ত হাদীসকে সহীহ, হাসান বলে মন্তব্য করেছেন, তাই এই বর্ণনাটিকে জাল-বানোয়াট বলে বাতিল করে দেয়া কিছুতেই সমীচিন নয়।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১১ মে, ২১

সম্পর্কিত ফতোয়া