‘মুমিনের নিয়ত তার আমলে চেয়ে শ্রেয়’ এটা কি হাদীস?

মাসিক আল কাউসারবিবিধ১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

‘মুমিনের নিয়ত তার আমলে চেয়ে শ্রেয়’ এটা কি হাদীস? হাদীস হলে হুকুমসহ জানাবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

‘মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা শ্রেয়’-এটি জয়ীফ সনদে বর্ণিত একটি হাদীস। ইমাম বায়হাকী i হাদীসটিকে জয়ীফ বলেছেন। তবে ইমাম সাখাভী i এর সপক্ষে আরো হাদীস পেশ করেছেন, যদ্বারা তা ফাযায়েলের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে প্রমাণিত হয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মাজমাউয যাওয়াইদ, খন্ড: , পৃষ্ঠা: ৩০১
  • আলমাকাসিদুল হাসানাহ, পৃষ্ঠা: ৭০১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১