‘মাকামে মাহমুদ’-এর অর্থ

মাসিক আল কাউসারবিবিধ৫ এপ্রিল, ২১

প্রশ্ন

সূরা বনী ইসরাইলের ৭৯ নং আয়াতে ‘মাকামে মাহমুদ’ দ্বারা কী উদ্দেশ্য? আযানের দুআয়ও শব্দটি আছে। এর দ্বারা কি জান্নাতের বিশেষ কোনো স্তর বোঝানো হয়েছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

‘মাকামে মাহমুদ’ দ্বারা শাফায়াতে কুবরা (বড় সুপারিশ) উদ্দেশ্য। একাধিক হাদীসের ভাষ্য অনুযায়ী হাশরের দিন হাশরবাসীর জন্য সর্বপ্রথম রাসূলুল্লাহ c আল্লাহর নিকট সুপারিশ করবেন।ত সর্বপ্রথম শাফাআতের এই মর্যাদা অন্য কোনো নবী প্রাপ্ত হবেন না। আল্লাহ প্রদত্ত সুপারিশের এ অধিকারকেই আয়াত ও হাদীসে মাকামে মাহমুদ বলা হয়েছে। এর দ্বারা জান্নাতের বিশেষ কোনো স্তর বোঝানো হয়নি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতহুল বারী, খন্ড: , পৃষ্ঠা: ২৫২
  • ফাতহুল বারী, খন্ড: ১১, পৃষ্ঠা: ৪৩৫
  • সহীহ বুখারী, হাদীস নং: ৪,৭১৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১