৪৮ মাইল দূর শ্বশুরবাড়ীতে কসর পড়া

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

আমার বাড়ী ঝিনাইদহ। আমার শ্বশুর বাড়ী ঢাকায় এবং আমি চাকরী করি যশোরে। আমি মাঝে মাঝে শ্বশুর বাড়ী যাই। তবে ১৫ দিনের বেশী থাকি না। এমতাবস্থায় আমার কসর পড়তে হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনার বাড়ী থেকে যেহেতু আপনার শশুর বাড়ীর দূরত্ব ৪৮ মাইলের বেশী, সেখানে আপনি স্ত্রীকে যদি স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা না করে থাকেন, সেক্ষেত্রে যদি আপনি শ্বশুর বাড়ী বেড়াতে গিয়ে ১৫ দিনের কম থাকার নিয়্যত করেন তাহলে আপনি শ্বশুর বাড়ীতে নামায কসর আদায় করবেন। আর যদি শ্বশুর বাড়ীর দূরত্ব আপনার বাড়ী থেকে ৪৮ মাইলের কম হতো কিংবা তথায় আপনার স্ত্রীর স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা করেন, তাহলে শ্বশুর বাড়ীতে আপনি নামায কসর করতে পারবেন না। পূরো নামাযই পড়তে হবে। এরূপে কসরের স্থানে অনূ্ন্য ১৫ দিন অবস্থানের নিয়্যত করলেও নামায পুরো পড়তে হয়। কসর করতে হয় না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১৪২
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৯৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১