১২ই রবিউল আউয়ালে উৎসব করা

ইসলামী জিন্দেগীসভ্যতা ও সংস্কৃতি১৬ ফেব, ২১

প্রশ্ন

১২ই রবিউল আউয়ালে যে জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী নামে অনুষ্ঠান করা হয়, মিছিল ইত্যাদি করা হয় শরী‘আতের দৃষ্টিতে তার হুকুম কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

১২ই রবিউল আউয়ালে জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী নামে যে প্রচুর অর্থ ব্যয় করা হয়, দামী দামী ব্যানার তৈরী করা হয়, কয়েকদিন যাবত বিভিন্ন প্রোগ্রামসহ বর্ণাঢ্য মিছিল বের করা হয়, কুরআন ও হাদীসে এর কোন মূল বা ভিত্তি খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে যেই তিন যুগকে (সাহাবা, তাবেয়ীন, তাবে তাবেয়ীন) খাইরুল কুরুন বা সর্বোত্তম যামানা বলে অভিহিত করা হয়েছে, সেই তিন যুগে এর কোন অস্তিত্বই ছিল না। বরং এগুলো বহু পরে ৬০৪ হিজরীতে আবিস্কৃত হয়েছে। সুলতান আবূ সাঈদ মুযাফফার ও আবূ খাত্তাব ইবনে দেহইয়া এর উদ্ভাবক ছিলেন। কোন কোন ঐতিহাসিক এ ব্যক্তিদ্বয়কে ফাসিক, কায্‌যাব ও মিথ্যাশ্রয়ী বলে উল্লেখ করেছেন। তাদের উদ্ভাবিত এ প্রথা শরী‘আতের দৃষ্টিতে বিদ‘আত ও নাজায়িয কাজ।

সুতরাং এ জাতীয় বিদ‘আত ও গর্হিত কাজ থেকে দীনদার মুসলমানদের বেঁচে থাকা কর্তব্য।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিফায়াতুল মুফতী, খন্ড: , পৃষ্ঠা: ১৪৫
  • ইখতিলাফে উম্মত, পৃষ্ঠা: ৯০
  • সীরাতে মুস্তাকীম, পৃষ্ঠা: ১২৯
  • মিশকাত, পৃষ্ঠা: ২৭
  • ওফায়াতুল আয়ান, খন্ড: , পৃষ্ঠা: ১১৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৬ ফেব, ২১