হিন্দুদের পূজা উপলক্ষ্যে তৈরী খাবার খাওয়া যাবে কি?

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয৫ মে, ২১

প্রশ্ন

পূজা উপলক্ষ্যে হিন্দুদের তৈরীকৃত খানা খাওয়া জায়েজ হবে কি? উল্লেখ্য যে, তিনি খাবারটি শখ করে বাসা থেকে বানিয়ে এনেছেন অফিসের সবাইকে খাওয়ানোর জন্য।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হিন্দুদের পূজা অনুষ্ঠানে গমণ করে খাবার গ্রহণ জায়েজ নয়। তবে যদি কোন হিন্দু এমনিতে খাবার বানিয়ে নিয়ে আসে এবং তাতে গোস্ত জাতীয় বস্তু তথা হাসঁ, মুরগী বা পশুর গোস্ত না থাকে তাহলে তা খাওয়া জায়েজ আছে। তবে একে অভ্যাসে পরিণত করা ভাল নয়। খুবই গর্হিত কাজ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়ায়ে হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৭
  • বাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৮৪
  • المحيط البرهانى, খন্ড: , পৃষ্ঠা: ৬৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ মে, ২১