হাসির উত্তরে আলহামদুলিল্লাহ বলা

মাসিক আল কাউসারবিবিধ২৭ ফেব, ২১

প্রশ্ন

হাঁচি দেওয়ার পর হাঁচিদাতার জন্য আলহামদুলিল্লাহ বলার হুকুম কী? এবং তা কি উচ্চস্বরে বলবে না নিম্নস্বরে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হাঁচি দেওয়ার পর হাঁচিদাতার জন্য উচ্চ স্বরে ‘আলহামদুলিল্লাহ’ বলা মুস্তাহাব। হাদীস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা e থেকে বর্ণিত, রাসূলে কারীম c বলেন, তোমাদের কেউ যখন হাঁচি দেয় তখন সে যেন আলহামদুলিল্লাহ বলে। এবং তার সাথী যেন উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলে। যখন তার সাথী ‘ইয়ারহামুকাল্লাহ’ বলবে তখন হাঁচিদাতা যেন উত্তরে ‘ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম’ বলে।-সহীহ বুখারী, হাদীসঃ ৬২২৪ অন্য হাদীসে এসেছে, ইয়াহইয়া ইবনে আবী কাছির তার এক উস্তাদ থেকে বর্ণনা করেন, হাঁচিদাতার জন্য উচিত হল উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলা, যাতে করে আশপাশের লোকেরা তা শুনতে পায়। আর ঐ ব্যক্তির আলহামদুলিল্লাহ বলার পর শ্রোতাদের জন্য জরুরি হল ইয়ারহামুকাল্লাহ বলা।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিতাবুল আযকার, পৃষ্ঠা: ৪৪১
  • তাকমিলাতু ফাতহিল মুলহিম, খন্ড: , পৃষ্ঠা: ২৪৭
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪১৪
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১৮, পৃষ্ঠা: ৮৭
  • মুসান্নাফ আবদুর রাযযাক, হাদীস নং: ১৯,৬৮০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১