হাশরের ময়দানে মানুষ উলঙ্গ থাকবে কি-না?

ইসলামী জিন্দেগীআকীদা২৩ ফেব, ২১

প্রশ্ন

হাশরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে কি? তখন আমাদের নবী c -এর পরনে কাপড় থাকবে কি-না? এরূপ অন্যান্য নবীগণের পরনে কোন কাপড় থাকবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হাশরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে না। বরং কবর থেকে উঠার সময় সবই উলঙ্গ অবস্থায় উঠবে। পরবর্তীতে সবপ্রথমে হযরত ইবরাহীম D -কে কাপড় পরিধান করানো হবে এবং সাথেই হুযূর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া-সাল্লাম কে কাপড় পরিধান করানো হবে। তারপরে অন্যান্য নবী এবং ওলীগণকে কাপড় পরিধান করানো হবে।

উল্লেখ্য যে, হযরত ইবরাহীম D -কে সর্বাগ্রে কাপড় পরিধানের সম্মান এ জন্য দেয়া হবে যে, তাকে নমরুদ কর্তৃক সর্ব প্রথম দীনের জন্য উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করা হয়েছিল।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মিরকাত, খন্ড: ১০, পৃষ্ঠা: ২৫২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১