হারাম উপার্জনকারী মালিকের অধীনে চাকরি করা

মাসিক আল কাউসারজায়েয-নাজায়েয১৪ মার্চ, ২১

প্রশ্ন

কয়েক মাস আগে আমি কেয়ারটেকারের একটি চাকুরি নিয়েছি। আমার মালিক একজন উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা। আমি অবগত হয়েছি যে, তার আয়ের একটি অংশ হচ্ছে সুদ-ঘুষ। জানতে চাই, এ মালিকের চাকুরি করার কী হুকুম হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনার কর্তা যেহেতু একজন উচ্চপদস্থ অফিসার। তাই তার বেতনও বেশি হবে। যা থেকে আপনার বেতন দেওয়া সহজেই সম্ভব। এ হিসাবে সেখানে চাকুরি করা এবং তার দেওয়া বেতন গ্রহণ করা অবৈধ হবে না। হ্যাঁ, কখনো হারাম উপার্জন থেকে দেওয়া হচ্ছে এটা নিশ্চিত হলে তা গ্রহণ করা বৈধ হবে না। সেক্ষেত্রে হালাল উপার্জন থেকে আপনার প্রাপ্য দেওয়ার আবেদন জানাতে পারেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৫
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৪২
  • ফাতাওয়া ইবনে তাইমিয়া, খন্ড: ২৯, পৃষ্ঠা: ২৪২
  • হাশিয়া শরহে বেকায়া, ফাতাহ লখনভী, খন্ড: , পৃষ্ঠা: ৫৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৪ মার্চ, ২১