হাদীসে উল্লেখিত 'কীরাত'-এর অর্থ

মাসিক আল কাউসারবিবিধ২ মার্চ, ২১

প্রশ্ন

হাদীস শরীফে আছে, যে ব্যক্তি কোনো মৃতের কাফন-দাফনসহ তার জানাযায় শরীক হল সে এক কীরাত ছওয়াব পাবে। আর যে ব্যক্তি দাফন হওয়া পর্যন্ত থাকল সে দুই কীরাত ছওয়াব পাবে।

অন্য এক হাদীসে আছে, যে ব্যক্তি কুকুর লালন করে তার আমলনামা থেকে দৈনিক এক কীরাত করে ছওয়াব কমতে থাকে। জানতে চাই, হাদীসে উল্লেখিত কীরাত দ্বারা কী উদ্দেশ্য? উভয় হাদীসেই কি একই অর্থ বুঝানো হয়েছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জানাযায় অংশগ্রহণ সম্পর্কিত হাদীসে কীরাত দ্বারা কি উদ্দেশ্য তা মুসলিম শরীফের হাদীসেই উল্লেখ আছে। এক হাদীসে আছে- ‘কীরাত দু’টি বড় পাহাড় সমতুল্য’। অন্য এক বর্ণনায় আছে, ‘কীরাত হল উহুদ পাহাড় সমান’। -সহীহ মুসলিম ১/৩০৭

আর কুকুর লালনের ক্ষেত্রে এক কীরাত ছওয়াব কমে যায় এখানে কীরাত দ্বারা উদ্দেশ্য আমলের এক অংশ। ইমাম নববী i বলেন, এখানে কীরাত একটি নির্দিষ্ট পরিমাণ যা আল্লাহ তাআলা জানেন। উদ্দেশ্য আমলের একটি অংশ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শরহে মুসলিম নববী, খন্ড: ১০, পৃষ্ঠা: ২৩৯
  • উমদাতুল কারী, খন্ড: , পৃষ্ঠা: ১৫৮
  • মাজমাউ বিহারিল আনওয়ার, খন্ড: , পৃষ্ঠা: ২৫৫
  • ইকমালুল মুলিম, খন্ড: , পৃষ্ঠা: ২৪৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১