হযরত হাসান ও হুসাইন e কি সত্যিই জান্নাতে যুবকদের সর্দার হবেন

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবিধ১৩ মে, ২৩

প্রশ্ন

এক ব্যক্তি কথা প্রসঙ্গে বলতে ছিল যে, জুমআর খুতবায় যে হাদীস বলা হয়, “আরহাসানু ওয়াল হুসাইনি সায়্যিদা শাবাবি আহলিল জান্নাহ” এটি নাকি মোল্লা মৌলুভীদের বানানো। নতুবা জান্নাতেতো নবীগণ ও থাকবেন। কি হাসান ও হুসাইন e তাদেরও সর্দার হবেন? দয়া করে এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি। লোকটির কথা কি সত্য?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এ হাদীসটি তিন ধরণের শব্দে একাধিক সাহাবী e থেকে বর্ণিত। প্রশ্নে বর্ণিত শব্দে জামে সাগীর গ্রন্থে এসেছে। তাতে নিম্নবর্ণিত সাহাবী e এর উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে।

1. হযরত আবু সাঈদ খুদরী e । (মুসনাদে আহমাদ, তিরমিজী)

2. হযরত উমর e । (আলমুজামুল কাবীর)

3. হযরত আলী e । ( আলমুজামুল কাবীর)

4. হযরত জাবের e । (আলমুজামুল কাবীর)

5. হযরত আবু হুরায়রা e । (আলমুজামুল কাবীর)

6. হযরত উসামা বিন জায়েদ e । (আলমুজামুল আওসাত)

7. হযরত বারা বিন আযেব e । (আলমুজামুল আওসাত)

8. হযরত আব্দুল্লাহ বিন মাসঈদ e - আজামেউস সাগীর, হাদীস নং-৩৮২০ আরেকটি হাদীসের শব্দ হল الحسن والحسين سيدا شباب اهل الجنة وأبوهما خير منهما

তথা হাসান ও হুসাইন হল জান্নাতের যুবকদের সর্দার এবং তাদের উভয়ের পিতা হলেন তাদের চেয়ে শ্রেষ্ঠ। এর উদ্ধৃতি দেয়া হয়েছে-

1. ইবনে ওমর e (ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকেম) ২-কারাহ বিন আয়াছ e । (আলমুজামুল কাবীর)

3. মালিক বিন হুয়াইরিস e । (আলমুজামুল কাবীর)

4. ইবনে মাসউদ e । (মুস্তাদরাকে হাকেম) আরেক শব্দে রয়েছে

الحسن والحسين سسدا شباب اهل الجنة الا ابنى الخالة عيسى بن مريم ويحيى بن زكريا وفاطمة سيدة نساء اهل الجنة الا ماكان من مريم بن عمران،

হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সর্দার দুই খালাত ভাই ঈসা বিন মারইয়াম ও ইয়াহইয়া বিন জাকারিয়া ব্যতিত। আর হযরত ফাতিমা e জান্নাতী মহিলাদের সর্দার হবেন হযরত মারিয়ম বিন ইমরান ছাড়া। এ বর্ণনাটি হযরত আবু সাঈদ খুদরী e থেকে মুসনাদে আহমাদ, সহীহ ইবনে হিব্বান, মুসনাদে আবী ইয়ালা, মুজামে কাবীর, মুস্তাদরাকে হাকেমে বর্ণিত। আর মাজমাউয যাওয়ায়েদে এ হাদীসটি হযরত হুজাইফা বিন ইয়ামান এবং হযরত হুসাইন e থেকে বর্ণিত। -মাযমাউজ যাওয়ায়েদ-৯/১৮৩-১৮৪

উক্ত বিস্তারিত বর্ণনা দ্বারা বুঝা গেল, উক্ত হাদীসটি তেরজন সাহাবী থেকে বর্ণিত। যার মাঝে কিছু হাদীস সহীহ। কিছু জঈফ এবং কিছু হাসান পর্যায়ের। সুতরাং বুঝা যাচ্ছে উক্ত হাদীসটি সন্দেহাতীতভাবে সহীহ। হাফেজ সুয়ুতী i এ হাদীসকে মুতাওয়াতির হাদীস বলে স্বীকৃতি দিয়েছেন। -ফাইজুল কাদীর শরহে জামে সাগীর-৩/৪১৫

আম্বিয়াগণ ও কি শামিল? আসলে হাদীসটি ভাল করে বুঝলে এ প্রশ্ন করা লাগতো না। হাদীসে এসেছে জান্নাতী যুবকদের সর্দার হবেন। যারা যুবক অবস্থায় ইন্তেকাল করেছেন। তাদের সর্দান হবেন হাসান ও হুসাইন e । আর কোন নবীই যুবক অবস্থায় ইন্তেকাল করেননি। সবাই যৌবন পাড় করে প্রৌঢ় অবস্থায় ইন্তেকাল করেছেন। একই অবস্থা বড় বড় সাহাবীদের। তাই এ হাদীস দ্বারা নবী ও বড় সাহাবীদের অপমান করা হয়নি। আর হযরত হাসান ও হুসাইন e নবীগণ এবং বয়স্ক ও মুরুব্বী সাহাবীদের সর্দারও হবেন না। কেবলি যুবক অবস্থায় ইন্তেকাল করা ব্যক্তিদের সর্দার হবেন।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মে, ২৩