হযরত উসমান গনী e -এর শাহাদাত বরণ

মাসিক আল কাউসারসিরাত ও ইতিহাস৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমি একটি বইয়ে পড়েছি যে, হযরত উসমান গনী রা.কে বিদ্রোহীরা কুরআন মজীদ তিলাওয়াতরত অবস্থায় শহীদ করেছিল এবং সর্বশেষ যে আয়াত তিনি তিলাওয়াত করেছিলেন তার উপরই তাঁর শরীরের রক্ত ছিটকে পড়েছিল। উপরোক্ত তথ্যটি কি সঠিক? যে আয়াতটির উপর রক্ত লেগেছিল সেটি কোন আয়াত? তাঁর হত্যাকারীর নাম কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, এই তথ্য সঠিক। নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত আছে যে, বিদ্রোহীরা যখন হযরত উসমান e -এর বাসগৃহ অবরোধ করে তখন তিনি কুরআন মজীদ তিলাওয়াত করছিলেন। সূরা বাকারার ১৩৭ নম্বর আয়াত فسيكفيكهم الله، وهو السميع العليم এ পৌঁছলে বিদ্রোহীদের মধ্য থেকে কিনানা বিন বিশর আততুজীবী নামক এক লোক ঘরে ঢুকে পড়ে এবং তীরের ধারালো ফলা দিয়ে তাঁকে আঘাত করে। ফলে উক্ত আয়াতের উপর তাঁর শরীরের রক্ত ছিটকে পড়ে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, খন্ড: ২১, পৃষ্ঠা: ৩১৫
  • আলমাতালিবুল আলিয়াহ, খন্ড: ১০, পৃষ্ঠা: ৩২
  • আলবিদায়াহ ওয়াননিহায়া, খন্ড: ১০, পৃষ্ঠা: ৩১০
  • তারীখুল ইসলাম, যাহাবী, খন্ড: , পৃষ্ঠা: ১৩২
  • আলকামিল ফিততারীখ, খন্ড: , পৃষ্ঠা: ১৭৯
  • তাফসীরে ইবনে কাসীর, খন্ড: , পৃষ্ঠা: ২৮০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১