হজ্বের তাওয়াফ মারওয়া থেকে সাফায়

মাসিক আল কাউসারহজ্জ৩ এপ্রিল, ২১

প্রশ্ন

এক ব্যক্তি হজ্বের তাওয়াফ মারওয়া থেকে শুরু করেছে শেষ করেছে সাফাতে। তার করণীয় কী? পরে পৃথকভাবে একটি চক্কর করে নিলে কি চলবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, আরেকটি চক্কর করে নিলেই চলবে। আর এক্ষেত্রে কোনো জরিমানা আসবে না। কিন্তু যদি আরেকটি চক্কর করা না হয় তাহলে জরিমানা হিসেবে দম ওয়াজিব হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ১৩১
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫১৪
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৩১৯
  • মানাসিক, পৃষ্ঠা: ১৭৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩ এপ্রিল, ২১