হজ্বে মাবরূর ও হজ্বে মাকবূলের মাঝে পার্থক্য

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসহজ্জ৯ মে, ২১

প্রশ্ন

হজ্বে মাবরূর ও হজ্বে মাকবূলের মাঝে পার্থক্য কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হজ্বে মাবরূর বলা হয়, যাতে এমন কোন কাজ করা হয়নি, যার কারণে হজ্বকারীর উপর কোন জরিমানা তথা দম বা কাফফারা আবশ্যক হয়। আর হজ্বে মাকবূল বলা হয়, ঐ হজ্বকে যেটিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। কখনো হজ্ব মাবরূর হয়েও তা মাকবূল না হতে পারে। যেমন হারাম টাকা দিয়ে হজ্ব করলে তা মাবরূর হলেও মাকবূল হয় না। আবার হজ্ব মাবরূর হয়েও তা মাকবূল হতে পারে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • اوجز المسالك, খন্ড: , পৃষ্ঠা: ৩৯২
  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৯ মে, ২১