সৎ দাদীকের বিবাহ করা

মাসিক আল কাউসারবিবাহ-তালাক২৪ ফেব, ২১

প্রশ্ন

দাদার বিবাহকৃত কোনো নারীকে (সৎ দাদী) বিয়ে করা বৈধ হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

দাদার স্ত্রী মাহরামের অন্তর্ভুক্ত। তাকে বিবাহ করা জায়েয নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তাফসীরে মাযহারী (সূরা নিসা অংশ), খন্ড: , পৃষ্ঠা: ৫৪
  • আহকামুল জাসসাস, খন্ড: , পৃষ্ঠা: ১১২
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫৩৫
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৯৪
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ১২০
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ২৮
  • সূরা: সূরা নিসা, আয়াত: ২২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১