স্বামীর ইন্তেকালের পর ইদ্দত পালন

মাসিক আল কাউসারবিবিধ২৩ মার্চ, ২১

প্রশ্ন

এক মহিলার স্বামী মারা যাওয়ায় সে ইদ্দত পালন করছে। এ অবস্থায় কি সে নাকফুল পরতে পারবে? রঙিন কাপড় পরতে পারবে? চুল আচড়াতে পারবে? একজন বললেন, চুল আচড়ানো নিষেধ। তাহলে এত লম্বা চুল না আচড়ালে তো জট বেঁধে যাবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ইদ্দত অবস্থায় সকল প্রকার সাজসজ্জা ত্যাগ করা জরুরি। তাই অলংকার পরা যাবে না। এমনকি নাকফুলও খুলে রাখতে হবে। আর রঙিন সাধারণ ব্যবহৃত কাপড় পরতে পারবে। সাদা কাপড় পরা বাধ্যতামূলক নয়। তবে পুরাতন কাপড় থাকলে নতুন কাপড় পরবে না। তদ্রূপ ঝলমলে কাপড় থেকেও বিরত থাকবে। সৌন্দর্যের উদ্দেশ্যে চুল আচড়াতে পারবে না। তবে চুলের স্বাভাবিকতা রক্ষা করার জন্য আচড়ানোর প্রয়োজন হলে তা পারবে। এটা নিষিদ্ধ নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসনাদে আহমদ, খন্ড: , পৃষ্ঠা: ৩০২
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৫৪
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৩৩
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৬৬
  • সুনানে আবু দাউদ, হাদীস নং: ২,৩০৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ মার্চ, ২১