স্বামীর অজ্ঞাতসারে কাজী কর্তৃক তালাকের অধিকার প্রদানের বিধান

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবাহ-তালাক৬ এপ্রিল, ২১

প্রশ্ন

১. আমাদের দেশের কাবিন নামার ১১নং ধারায় স্ত্রীকে তালাকের অধিকার দেয়া আছে। এখন প্রশ্ন হল কেউ যদি এটা না জানার কারণে এবং কাবিননামা না পড়েই দস্তখত করে তবে কি তালাকের অধিকার স্ত্রীর কাছে চলে যাবে।

২. যদি তালাকের অধিকার স্ত্রীর হাতে চলে যায় তবে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে কোন পদ্ধতিতে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোন কিছুর পড়ার পর সেটিকে সত্যায়ন বা প্রত্যাখ্যান করতে হয়। এটি স্বাভাবিক বিবেক বুদ্ধির বিষয়। না পড়েই সাইন করে দেয়া কিছুতেই উচিত নয়। যদি কাবিননামাটি স্বামীকে পড়ে শুনানো না হয়, স্বামীর সম্পূর্ণ অজ্ঞাতসারে কাবিননামায় স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করা হয়ে থাকে। তাহলে শুধু সাইন করার কারণে স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করা হবে না। আর যদি পড়ে শোনানো হয়, তাহলে এক্ষেত্রে স্ত্রীকে তালাকের প্রদান করা হয়েছে বলেই ধর্তব্য হবে। স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করা হলেও স্বামীর নিজের তালাক প্রদানের ক্ষমতা খর্ব হয় না। তাই প্রয়োজনে সে নিজেও স্ত্রীকে তালাক প্রদান করতে পারবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • الفتاوى الهندية, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৯
  • المحيط البرهانى, খন্ড: , পৃষ্ঠা: ৪৮৬
  • تاتارخانية, খন্ড: , পৃষ্ঠা: ৩৮০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৬ এপ্রিল, ২১