স্বামী স্ত্রী একসাথে জামাত করার হুকুম কি জামাতের পদ্ধতি কি হবে

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসনামায১৭ মে, ২১

প্রশ্ন

বাড়িতে নামাজ পরার ক্ষেত্রে স্বামী-স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কি না? স্বামী-স্ত্রী একসাথে জামাতে নামাজ পরলে সওয়াব হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এক সাথে নামায পড়াতে কোন সমস্যা নেই। বাকি সওয়াব বেশি হবে এমন কোন কথা নেই। জামাত করার ক্ষেত্রে লক্ষ্যণীয় হয়, স্বামী সামনে দাঁড়াবে আর স্ত্রী পিছনে দাঁড়াবে। একদম সমান সমান দাঁড়াবে না। যদি একদম বরাবর দাঁড়ায় তাহলে নামায হবে না। যদি স্বামীর পায়ের গোড়ালীর পিছনে দাঁড়ায়, তাহলেই ইক্তিদা সহীহ হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • الدر المختار, খন্ড: , পৃষ্ঠা: ৫৭২
  • البحر الرائق, খন্ড: , পৃষ্ঠা: ২৬১
  • الفتاوى التاتارخانية, খন্ড: , পৃষ্ঠা: ৬২২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৭ মে, ২১