স্বর্ণের যাকাত আদায়ের ক্ষেত্রে কোন মুল্য ধর্তব্য? ক্রয়মুল্য না বিক্রয়মুল্য?

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

বর্তমানে স্বর্ণের ক্রয়মূল্য ৬৪ হাজার টাকা আর বিক্রয়মূল্য ৪০ হাজার টাকা। এখন আমার প্রশ্ন হল, আমার স্বর্ণের যাকাত প্রদান করব ক্রয়মূল্যে নাকি বিক্রয়মূল্যে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যাকাত আদায়ের ক্ষেত্রে নিজের মালিকানাধীন স্বর্ণ-রূপার বর্তমান বাজার দর ধর্তব্য। অর্থাৎ নিজের অলংকারাদি বিক্রি করলে যত টাকা পাওয়া যাবে তার যাকাত আদায় করতে হবে।

উল্লেখ্য যে, ভালো মানের স্বর্ণের ক্রয় ও বিক্রয় মূল্যে এত বেশি তফাৎ হওয়ার কথা নয়। বিষয়টি ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিতাবুল আমওয়াল, আবু উবায়েদ কাসিম ইবনে সাল্লাম, পৃষ্ঠা: ৫২১
  • আবহাছুন ফিকহিয়্যাহ , খন্ড: , পৃষ্ঠা: ৪২
  • ফিকহী মাকালাত, খন্ড: , পৃষ্ঠা: ১৫০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১