স্বপ্নে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া

মাসিক আল কাউসারবিবাহ-তালাক২৭ ফেব, ২১

প্রশ্ন

এক ব্যক্তি স্বপ্নে দেখে স্বীয় স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি ও ঝগড়া হয়েছে এবং এক পর্যায়ে সে স্বপ্নে তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। জানতে চাই, এই ব্যক্তি তার স্ত্রীকে স্বপ্নে তালাক দেওয়ার কারণে তালাক হয়েছে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঘুমন্ত অবস্থায় বা স্বপ্নে স্ত্রীকে তালাক দিলে তা কার্যকর হয় না । অতএব প্রশ্নোক্ত ব্যক্তির স্বপ্নে দেওযা তালাকও কার্যকর হয়নি। তাদের বিবাহ পূর্বের মতো যথারীতি বহাল রয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে নাসায়ী, খন্ড: , পৃষ্ঠা: ১৫৬
  • মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: , পৃষ্ঠা: ৪১১
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৯১
  • হাশিয়াতুত্তাহতাবী আলাদ্দুর, খন্ড: , পৃষ্ঠা: ১১০
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৫৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১