স্বপ্নদোষে মসজিদ নাপাক হলে করণীয়

ইসলামী জিন্দেগীপবিত্রতা১৯ ফেব, ২১

প্রশ্ন

কারো যদি মসজিদে স্বপ্নদোষ হয় তাহলে সে কি করবে? সমস্ত মসজিদ পানি দ্বারা পরিষ্কার করতে হবে না, না যেখানে ঘুমিয়েছিল সে স্থানটা শুধু পরিষ্কার করলেই চলবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইতিকাফকারী ও মুসাফির ব্যতীত অন্য কারো জন্য মসজিদে ঘুমানো মাকরূহ। মসজিদে ঘুমানোর পূর্বে উচিত হল, মোটা কোন বস্তু বিছিয়ে তার উপর ঘুমানো। মসজিদে ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হলে, যদি মসজিদে নাপাকী লেগে যায়, তবে যতটুকু জায়গায় নাপাকী লেগেছে, ততটুকু জায়গা ধুয়ে নিলে চলবে, সম্পূর্ণ মসজিদ ধোয়ার প্রয়োজন নেই। আর যদি মসজিদে নাপাকী না লাগে, বরং নাপাকী শুধু ঘুমন্ত ব্যক্তির নিজস্ব বিছানা বা কাপড়েই সীমিত থাকে, তাহলে মসজিদ ধোয়ার প্রয়োজন নেই। মসজিদের বিছানায় নাপাক লাগলে বিছানার সেই অংশটুকু ভালভাবে ধুয়ে পাক করে নিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭১১
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১