স্বপ্ন বলা ও ব্যাখ্যা দেওয়া

মাসিক আল কাউসারবিবিধ৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমাদের এলাকায় মাগরিবের পর থেকে পরদিন সূর্য উদিত হওয়া পর্যন্ত স্বপ্ন বলা ও ব্যাখ্যা দেওয়া কুলক্ষণ বা দোষ মনে করা হয়। শরীয়তের এর কোনো ভিত্তি আছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, এসময় স্বপ্ন বলতে এবং এর ব্যাখ্যা করতে শরীয়তের দৃষ্টিতে দোষের কিছু নেই। রাসূলুল্লাহ c ফজরের পর পর সাহাবায়ে কেরাম থেকে স্বপ্ন শুনতেন এবং তার তা’বীর বর্ণনা করতেন।

কেউ স্বপ্নের ব্যাখ্যা বা তা’বীর জানতে চাইলে তার জন্য স্বপ্ন বলার উত্তম সময় এটিই। কেননা, এতে স্বপ্ন দেখা ও বলার মাঝে সময়ের ব্যবধান কম থাকে। ফলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • উমদাতুল কারী, খন্ড: ২৪, পৃষ্ঠা: ১৭১
  • ফাতহুল বারী, খন্ড: ১২, পৃষ্ঠা: ৪৫৮
  • ইরশাদুস সারী, খন্ড: ১৪, পৃষ্ঠা: ৪৯০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১