স্থাবর সম্পদের মূল্যের উপর কী কুরবানী আবশ্যক হয়

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসকুরবানী ও আকিকা১৩ মে, ২১

প্রশ্ন

স্থাবর সম্পদের মূল্যের উপর কী কুরবানী আবশ্যক হয়?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

স্থাবর সম্পদ যদি ভাড়া দেয়া থাকে, বা ফসলী জমি হয়, তাহলে উক্ত জমির মূল্যের উপর কুরবানী আবশ্যক হবে না। যদি প্রাপ্ত ভাড়া ও জমির ফসল প্রয়োজন অতিরিক্ত হয়, তাহলে তা নিসাব পরিমাণ হলে এর উপর কুরবানী ও সদকায়ে ফিতির ওয়াজিব হবে। কিন্তু মূল জমির মূল্যের উপর কুরবানী বা সদকায়ে ফিতির আসবে না। কিন্তু জমি যদি প্রয়োজন অতিরিক্ত হয়, কোন কাজে না লাগিয়ে ফেলে রাখা হয়, তাহলে এর মূল্য নিসাব পরিমাণ হলে কুরবানী ও সদকায়ে ফিতর ওয়াজিব হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিতাবুন নাওয়াজিল, খন্ড: ২২, পৃষ্ঠা: ৩০৭
  • مجمع الأنهر, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৪
  • مصرى قديم, খন্ড: , পৃষ্ঠা: ২২৬
  • البناية, খন্ড: , পৃষ্ঠা: ৪৮২
  • مجمع الأنهر, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মে, ২১