স্ত্রীর আগের ঘরের মেয়ের মেয়েকে বিবাহ করা

মাসিক আল কাউসারবিবাহ-তালাক২৪ ফেব, ২১

প্রশ্ন

একব্যক্তি তার স্ত্রীর আগের ঘরের মেয়ের মেয়েকে বিবাহ করতে চাচ্ছে। আমার প্রশ্ন হল, তার জন্য ঐ মেয়েকে বিবাহ করা জায়েয হবে কি? জানালে উপকৃত হব।

উল্লেখ্য যে, সে তার স্ত্রীর সাথে ঘরসংসার করছে।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

স্ত্রীর পূর্বের স্বামী থেকে যে সন্তানাদি হয়েছে পরবর্তী স্বামীর জন্য তারাও মাহরাম। তাই প্রশ্নোক্ত ব্যক্তির জন্য আগের ঘরের মেয়ের মেয়েকে বিবাহ করা সম্পূর্ণ হারাম। তার সাথে স্ত্রী হিসাবে বসবাস করলে ব্যভিচারের গুনাহ হবে এবং বর্তমান স্ত্রীর সাথেও বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • রূহুল মাআনী, খন্ড: , পৃষ্ঠা: ৬৩৪
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫৩৪
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩১
  • সূরা: নিসা, আয়াত: ২৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১