স্ত্রীকে ভিন্ন নামে ডাকা

ফতোয়া আর্কাইভবিবাহ-তালাক২৩ এপ্রিল, ২১

প্রশ্ন

স্ত্রীকে তার নাম ছাড়া ভিন্ন নামে ডাকার অবকাশ আছে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

স্ত্রীকে তার আসল নাম ছাড়া তাকে অন্য নামে ডাকার অবকাশ আছে। রাসুলুল্লাহ c আপন স্ত্রী আয়িশা রাদিয়াল্লাহু আনহাকে মাঝে মাঝে ‘হুমাইরা’ (লালবর্ণের সুন্দরী) নামে ডাকতেন।

আয়িশা বলেন, ‘কিছু হাবশি বালক মসজিদে খেলাধুলা করছিল। নবিজি c আমাকে ডেকে বললেন, ‘ও হুমাইরা, তুমি কি তাদের খেলাধুলা দেখতে চাও?’ আমি উত্তর দিলাম, ‘হ্যাঁ’। -বাইহাকি, আসসুনানুল কুবরা, ৮৯৫১ কাজি ইয়াজ বলেন, ‘আদর-সোহাগ ও ভালোবাসা প্রকাশার্থেই তিনি হুমাইরা নামে ডেকেছিলেন তাকে’। -মাশারিকুল আনওয়ার, ১/৭০২

রাসুলুল্লাহ c আয়িশা রাদিয়াল্লাহু আনহাকে উম্মে আবদুল্লাহ উপনামেও ডাকতেন। আয়িশা বলেন, আব্দুল্লাহ বিন জুবাইরের জন্মের পর তাকে নিয়ে আমি নবিজি c এর কাছে আসলাম। আবদুল্লাহর মুখের ভিতর তিনি নিজের লালা দিলেন। আব্দুল্লাহর পেটে ঢোকা দুনিয়ায় প্রথম জিনিস ছিল রাসুলুল্লাহ c এর মুখের লালা। তিনি বললেন, ‘এ হলো আবদুল্লাহ। আর তুমি হলে উম্মে আবদুল্লাহ’। এরপর থেকে আমাকে এ উপনামেই ডাকা হয়। যদিও কখনো আমার সন্তান হয়নি। -ইবনু হিব্বান, আসসাহিহ, ৭১১৭

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ এপ্রিল, ২১