স্ত্রীকে 'মা' বলা

মাসিক আল কাউসারবিবাহ-তালাক১ মার্চ, ২১

প্রশ্ন

স্বামী-স্ত্রী ঝগড়া হলে স্ত্রী যদি স্বামীকে বলে, তুমি আমার বাবা অথবা আমি তোমার মা তাহলে ইসলামের বিধান অনুযায়ী স্বামী-স্ত্রী সম্পর্ক থাকে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এ ধরনের কথা বলা গুনাহ। তবে স্ত্রীর ঐ কথার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়নি। তাদের বৈবাহিক বন্ধন অটুট রয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আসসুনানুল কুবরা বায়হাকী, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৬
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৭০
  • সুনানে আবু দাউদ, হাদীস নং: ২,২১০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১ মার্চ, ২১