স্ত্রী, এক কন্যা ও ভাই-বোনদের মাঝে মিরাস বন্টন

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসহেবা-ফারায়েজ১১ মে, ২১

প্রশ্ন

আমার ফুফাতো ভাই এক কন্যা ও স্ত্রী রেখে মারা যান। তার সম্পত্তি কি করে বণ্টিত হবে? উল্লেখ্য, মাইয়েতের এক ভাই ও দুই বোন রয়েছে, পিতা মাতা জীবিত নেই, স্ত্রী নতুন বিয়ে করেছেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনার ফুপাতো ভাইয়ের রেখে যাওয়া সমস্ত সম্পত্তির মাঝ থেকে তার ঋণ আদায় করার পর বাকি যত সম্পদ থাকবে, সেটিকে ৮ ভাগে ভাগ করা হবে। সেই ৮ ভাগের ৪ ভাগ পাবে তার মেয়ে। আর ১ ভাগ পাবে মৃতের স্ত্রী। বাকি তিন ভাগকে আবার ৪ ভাগে ভাগ করে দুই ভাগ পাবে মৃতের দুই বোন, আর দুই ভাগ মৃতের ভাই। يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ فَإِنْ كُنَّ نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ وَإِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ • আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেনঃ একজন পুরুষের অংশ দু’জন নারীর অংশের সমান। কিন্তু কেবল কন্যা যদি দুয়ের অধিক হয়, তাহলে তাদের জন্য পরিত্যাক্ত সম্পত্তির দুই তৃতিয়াংশ, আর মাত্র এক কন্যা থাকলে তার জন্য অর্ধাংশ নির্ধারিত। -সূরা নিসা-১১

وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّن بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ ۗ • স্ত্রীদের জন্যে এক-চতুর্থাংশ হবে ঐ সম্পত্তির, যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোন সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাদের জন্যে হবে ঐ সম্পত্তির আট ভাগের এক ভাগ, যা তোমরা ছেড়ে যাও ওছিয়্যতের পর, যা তোমরা কর এবং ঋণ পরিশোধের পর। -সূরা নিসা-১২

- والله اعلم باالصواب -

সূত্র

  • السرجى فى الميراث, পৃষ্ঠা: ১৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১১ মে, ২১