স্কুইড অক্টোপাস এবং সামুদ্রিক কাঁকড়া খাওয়ার হুকুম কী

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয১৭ মে, ২১

প্রশ্ন

বর্তমানে আমাদের শহরে অনেক রেস্টুরেন্ট গড়ে উঠেছে যেগুলো স্কুইড, অক্টোপাস, কাঁকড়া রান্না করে পরিবেশন করে। প্রশ্ন হলো, এগুলো হালাল কি না?

চিংড়ি এর কোন কাঁটা নেই ঐসব সামুদ্রিক প্রাণীদের মতো কিন্তু তা হালাল। সামুদ্রিক খাবার হালাল হারাম প্রসঙ্গে বিস্তারিত জানাবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সামুদ্রিক এবং নদীর শুধু মাছ খাওয়া জায়েজ। অন্য কোন প্রাণী কোন খাওয়া জায়েজ নয়। সমুদ্র বিশেষজ্ঞগণ সমুদ্র ও নদীতে যেসব প্রাণীকে মাছ বলা হয়, শুধু তাই ভক্ষণ করা যাবে। এছাড়া অন্য প্রাণী ভক্ষণ বৈধ নয়। সেই হিসেবে কাঁকড়া, অক্টোপাস, স্কুইড এসব মাছ নয় তাই খাওয়া জায়েজ নয়। পক্ষান্তরে চিংড়ি মাছ। তাই তা ভক্ষণ করা যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • هداية, খন্ড: , পৃষ্ঠা: ৪৪২
  • تبيين الحقائق, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৯
  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৪৪১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৭ মে, ২১