সৌদি নিবাসী দ্বারা বদলি হজ্জ করানো

মাসিক আল কাউসারহজ্জ৩১ ডিসেম্বর, ২০

প্রশ্ন

আমার নানার উপর হজ্ব ফরয ছিল। হজ্বে যাওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন। এরই মধ্যে হৃদরোগে আক্রান্ত হন। হজ্বের  টাকা-পয়সাও  চিকিৎসা বাবদ খরচ হয়ে যায়। মৃত্যুর সময় তিনি বদলি-হজ্ব করানোর অসীয়ত করে যান। কিন্তু মৃত্যুর পর তার সম্পদের এক-তৃতীয়াংশ ৫০ হাজার টাকার বেশি নয়। এ দিয়ে হজ্ব করানো অসম্ভব। আমাদের এক আত্মীয় সৌদিতে থাকেন। তিনি উক্ত টাকায় বদলি হজ্ব করতে রাজি হয়েছেন। জানতে চাই উক্ত সৌদি প্রবাসীকে দিয়ে হজ্ব করানো যাবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বদলি হজ্বের ক্ষেত্রে যে ব্যক্তির পক্ষ থেকে তা আদায় করা হচ্ছে তার দেশ থেকে প্রেরণ করা আবশ্যক। কিন্তু প্রশ্নোক্ত ক্ষেত্রে মৃত-ব্যক্তির এক-তৃতীয়াংশ সম্পদ দ্বারা যেহেতু এ দেশ থেকে বদলি হজ্বে প্রেরণ করা সম্ভব নয়। তাই এক্ষেত্রে সৌদি থেকেও বদলি হজ্ব করানো যাবে এবং এর দ্বারা তার অসীয়ত পূর্ণ হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফে ইবনে আবী, খন্ড: , পৃষ্ঠা: ৩১,৪৬৮
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৭৮
  • মোল্লা আলী আলকারী, খন্ড: , পৃষ্ঠা: ৪৪০
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪৮০
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৬০৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩১ ডিসেম্বর, ২০