সৌদি আরবে চাকুরীজীবী ব্যক্তির অন্যের পক্ষ থেকে হজ্জ করা

ইসলামী জিন্দেগীহজ্জ১৯ ফেব, ২১

প্রশ্ন

আমার বাবা আর্থিক ভাবে সক্ষম। কিন্তু শারীরিক ভাবে অক্ষম। উনার ভাগিনা যিনি সৌদি আরবে চাকুরী করেন (রিয়াদে)। এবার উনি আমার আব্বার নামে হজ্জ করেন, আব্বার আদেশ পালনার্থে। এর দ্বারা আব্বার ফরয হ্জ্জ আদায় হলো কি-না? এবং আমাদের টাকা দিতে হবে কি-না? কারণ, উনার (বাংলাদেশ হতে সৌদি আরব) যাতায়াতের খরচ উনার কোম্পানী বহন করেছেন।

উনার সমুদয় খরচ আমরা দিতে চাই। কিন্তু এখানে আমাদের জানার বিষয় হলো, উনার যাতায়াতের খরচসহ দিতে হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নের বর্ণনা অনুযায়ী , আপনার আব্বা যদি নিজের ভাগনেকে রিয়াদ থেকে নিজের পক্ষ হতে হজ্জ আদায় করতে বলে দিয়ে থাকেন তাহলে আপনার আব্বার ফরয হজ্জ আদায় হয়ে গেছে। এখন রিয়াদ হতে মক্কার হজ্জ সম্পন্ন করতে যা খরচ হয়েছে, তা আপনাদের বহন করতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫১৯
  • ফাতাওয়া রাহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২২৯
  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ৬০৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১