সেহরি না খেয়ে রোজা রাখা

মাসিক আল কাউসাররোজা২৪ ফেব, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তি ভোরে ঘুম থেকে উঠতে না পারায় সেহরী না খেয়েই সকালে নফল রোযা রাখার নিয়ত করেছে। আমার প্রশ্ন হল, সেহরী না খেয়ে রোযা রাখার দ্বারা রোযাটি হয়েছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রোযার জন্য সেহরী খাওয়া জরুরি নয়; বরং মুস্তাহাব। সেহরী না খেলেও রোযা হয়ে যায়। রোযার কোন ক্ষতি হয় না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪১৯
  • উমদাতুল কারী, খন্ড: ১০, পৃষ্ঠা: ৩০০
  • সহীহ বুখারী, হাদীস নং: ১,৯২৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১