সূরা ফাতিহার পর সূরা মিলাতে ভুলে গেলে করণীয়

মাসিক আল কাউসারনামায৫ এপ্রিল, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তি ফজর নামাযের দ্বিতীয় রাকাতে ভুলবশত সূরা ফাতিহার এক আয়াত পড়েনি এবং সাহু সিজদাও করেনি। জানার বিষয় হল, ঐ ব্যক্তির নামায সহীহ হয়েছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযে পূর্ণ সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহার এক আয়াতও ভুলে ছুটে গেলে সাহু সিজদা ওয়াজিব হয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হয়েছে। সাহু সিজদা না দেওয়ার কারণে নামাযটি পুনরায় পড়ে নেওয়া আবশ্যক।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৮
  • আসসিআয়াহ, খন্ড: , পৃষ্ঠা: ১২৬
  • আননাহরুল ফায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩২৩
  • হাশিয়াতুত তহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ১৩৫
  • মিনহাতুল খালেক আলা হামিশিল বাহর, খন্ড: , পৃষ্ঠা: ৯৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১