সুস্থ্য হলে গরু সদকা করার মান্নত করে তা ঈসালে সওয়াবের মাহফিলে খাওয়ানোর হুকুম কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসকসম-মান্নত১১ মে, ২১

প্রশ্ন

একজন লোক তার শারীরিক অসুবিদার কারণে সে নিয়ত করেছিল যদি আল্লাহ তায়ালা আমাকে ভাল করেন তা হলে এতিমখানায় মধ্যে আমি একটা গরু সাদাকা দিব। তাই কয়েক দিনের মধ্যে এতিমখানায় একটা ইসালে ছাওয়াবের মাহফিল হবে উক্ত মাহফিলে বিভিন্ন ধরনের মানুষ উপস্থিত হবে তাই উক্ত মাহফিলে উল্লেখিত গরু জবেহ করে সিন্নি করা যাবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মান্নতের বস্তুর হকদার শুধুমাত্র দরিদ্র ও গরীবরা। তাই যাকাত খাওয়া জায়েজ নয় এমন ধনী ব্যক্তিদের জন্য উক্ত মান্নতের গরুর গোস্ত খাওয়া ও খাওয়ানো জায়েজ হবে না। তাই যদি উক্ত অনুষ্ঠানে উপস্থিত যাকাত খাওয়ার যোগ্য ব্যক্তি হয়, তাহলে তাদের জন্য তা খাওয়ানো জায়েজ হবে। নতুবা জায়েজ হবে না। কারণ, মান্নতের বস্তুর হকদার তারাই যারা যাকাত খাওয়ার যোগ্য।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতওয়ায়ে শামী, খন্ড: , পৃষ্ঠা: ৫১৫
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২২৮
  • ফাতওয়ায়ে তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৮১
  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৯
  • باب المصرف, খন্ড: , পৃষ্ঠা: ২৪৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১১ মে, ২১