সুস্থ্য হলে আকিকা করবে বলার দ্বারা মান্নত হয় কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসকসম-মান্নত১১ মে, ২১

প্রশ্ন

কোন ব্যাক্তি মান্নত করলো যে। আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে আকিকা করবো। এখন যদি মান্নত পুরা করার জন্য আকিকা করে, তাহলে আকিকার গোশত বাবা মা খেতে পারবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

একথা বলার দ্বারা মান্নতই হয়নি। যদি লোকটি একথা বলতো যে, যদি আমার সন্তান সুস্থ্য হয়ে যায়, তাহলে আমি আকিকা করে গোস্ত দান করে দেব। তাহলে মান্নত হতো। যেহেতু এখানে আকিকার গোস্ত দান করে দেয়ার কথা উল্লেখই করেনি। তাই এটি মান্নত হয়নি। যেহেতু মান্নত হয়নি। তাই আকিকা করলে এর গোস্ত পিতা-মাতাসহ আত্মীয় স্বজনদের খেতে কোন সমস্যা নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৫২৩
  • مطبوعة الماجدية, খন্ড: , পৃষ্ঠা: ২৯৬
  • فتح القدير, খন্ড: , পৃষ্ঠা: ৯২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১১ মে, ২১