সুদের সংজ্ঞা

মাসিক আল কাউসারবাবসা বানিজ্য২৭ ফেব, ২১

প্রশ্ন

আমি এক আত্মীয়ের কাছ থেকে ৪০,০০০/- টাকা ঋণ নিই এবং সেই টাকা নিয়ে আমার বেশ উপকার হয়। সে আমাকে বলেছে, তোমার যে পরিমান ইচ্ছা বাড়িয়ে দিও। আমার উপকারের বিনিময় হিসেবে তাকে অতিরিক্ত কিছু দেওয়া যাবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঋণদাতা যেহেতু ঋণের ৪০,০০০/- টাকা থেকে কিছু অতিরিক্ত দেওয়ার দাবি জানিয়েছেন তাই এ অতিরিক্ত দেওয়া-নেওয়া সুদ হবে।

নবী করীম c -এর সাহাবী ফুযালাহ বিন উবায়দ e থেকে বর্ণিত, তিনি বলেন, যে ঋণের সাথে অতিরিক্ত কিছু দেওয়া নেওয়ার শর্ত থাকে তা সুদ।-আসসুনানুল কুবরা, বায়হাকী ৫/৩৫০

এমনিভাবে ইবনে সীরিন i থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি অপর এক ব্যক্তিকে তার ঘোড়ায় আরোহণের শর্তে কিছু দিরহাম ঋণ দিল। ইবনে মাসউদ রা.কে তা জানানো হলে তিনি বললেন, তার জন্য ঘোড়ায় আরোহণ করাটা সুদ হয়েছে।-প্রাগুক্ত

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ e থেকে বর্ণিত, আল্লাহর রাসূল c বলেন, আল্লাহ তাআলা সুদ দাতা, গ্রহীতা, সাক্ষী ও লেখক সকলকে অভিসম্পাত করেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইলাউস সুনান, খন্ড: ১৪, পৃষ্ঠা: ৫১৫
  • মাবসূত, সারাখসী, খন্ড: ১৪, পৃষ্ঠা: ৩৫
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫১৮
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৮
  • মুসনাদে আহমদ, হাদীস নং: ৩,৭২৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১