সিজদায় বাহুর সাথে পাঁজর এবং উরুর সাথে পেট মিলিয়ে রাখা

মাসিক আল কাউসারনামায১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

কিছুদিন হল আমি নামায শুরু করেছি। আমি নামাযে এভাবে সিজদা করি যে, বাহুর সাথে পাঁজর এবং উরুর সাথে পেট মিলিয়ে রাখি। কিন্তু একজন মাওলানা সাহেব বললেন, সিজদার মধ্যে বাহু পাঁজর থেকে এবং পেট উরু থেকে পৃথক রাখতে হবে। এখন জানতে চাই, মাওলানা সাহেবের কথা কতটুকু সঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মাওলানা সাহেব যথার্থই বলেছেন। পুরুষের জন্য সিজদার মধ্যে বাহুকে পাঁজর থেকে এবং পেটকে উরু থেকে পৃথক রাখা সুন্নত। হযরত মায়মুনা e থেকে বর্ণিত, নবী করীম c যখন সিজদা করতেন তখন তাঁর উভয় বাহুকে পৃথক রাখতেন, এমনকি যদি কোনো ছাগলছানা তাঁর বাহুর নিচ দিয়ে গমন করার ইচ্ছা করত তাও সম্ভব হত।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৫
  • মাবসূত, খন্ড: , পৃষ্ঠা: ২২
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২৬
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২৬৬
  • সুনানে আবু দাউদ, হাদীস নং: ৮৯৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১