সালাম ফিরানোর সময় সাহূ সিজদার কথা স্বরণ হলে করণীয়

মাসিক আল কাউসারনামায১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

একবার আমার নামাযে ভুল হয়েছিল, যার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়েছিল। সাহু সিজদা দিতে ভুলে গিয়েছিলাম। স্মরণ হয়েছে দুআ মাছুরা পড়ার পর। ঐ সময় আমি একদিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা আদায় করেছি। এরপর যথানিয়মে নামায শেষ করেছি। এখন আমি জানতে চাই, ঐ সময় সাহু সিজদা করাতে নামাযের কোনো সমস্যা হয়েছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, সমস্যা হয়নি। আপনার নামায আদায় হয়ে গেছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিতাবুল আছল, খন্ড: , পৃষ্ঠা: ২৩৩
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৪০৩
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৯১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১