সামর্থ না থাকা অবস্থায় হজ্ব আদায় করে ফেলে পরবর্তীতে সামর্থ হলেও হজ্ব আবশ্যক হয় কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসহজ্জ৯ মে, ২১

প্রশ্ন

কোনো বিবাহিত নারীর উপর হজ্জ ফরজ হয় নি কিন্তু তার স্বামীর সামর্থ্য থাকায় তিনি তাঁর স্ত্রীকে নিয়ে হজ্জ করেছেন।এখন ঐ নারীর স্বামী মারা যাওয়ায় মৃতের ঐ হাজী স্ত্রী ওয়ারিশ থেকে যতটুকু সম্পদ প্রাপ্ত হয়েছেন তার পরিমান এতটুকু যাতে হজ্জ ফরজ হয়ে যায়। এখন মৃতের ঐস্ত্রীর কি আবার পুনরায় হজ্জ করা ফরজ হবে নাকি তাঁর স্বামীর সাথে করা আগের করা হজ্জ দিয়েই তার ফরজ হজ্জ আদায় হয়ে গেছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হজ্ব করার সামর্থ না থাকা অবস্থায় নিজের পক্ষ থেকে হজ্ব আদায় করে ফেললে পরবর্তীতে হজ্ব করার সামর্থ অর্জিত হলেও দ্বিতীয়বার হজ্ব করা ফরজ হয় না। অসমর্থ থাকা অবস্থায় আদায় করা হজ্বই ফরজ আদায়ের জন্য যথেষ্ঠ হবে। সুতরাং স্ত্রীর উপর হজ্ব যখন ফরজ হয়নি, তখন স্বামীর সাথে হজ্ব করার দ্বারা তার উপর থেকে হজ্বের ফরজিয়্যাত আদায় হয়ে গেছে। পরবর্তীতে হজ্ব ফরজ পরিমাণ অর্থ-সম্পদের মালিক হলেও তার উপর হজ্ব করা ফরজ হয়নি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • البحر الرائق, খন্ড: , পৃষ্ঠা: ৫৪৬
  • فتح القدير, খন্ড: , পৃষ্ঠা: ৪১৬
  • بدائع الصنائع, খন্ড: , পৃষ্ঠা: ৩০১
  • منحة الخالق على البحر الرائق, খন্ড: , পৃষ্ঠা: ৫৪৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৯ মে, ২১