সাতজনে মিলে এক বকরীতে নবীজী c এর নামে কুরবানী দেয়ার হুকুম কী

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসকুরবানী ও আকিকা১৪ মে, ২১

প্রশ্ন

সাতজন মিলে একটা ছাগল ক্রয় করে রাসুল c এর নামে কুরবানী করলো, এখন প্রশ্ন হলো এ কুরবানীর শুদ্ধ হবে কিনা?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এভাবে কুরবানী দিলে তা শুদ্ধ হবে না। যদি এমন হতো যে, ছয়জন মিলে একটি গরুতে অংশিদার হয়, তাহলে ছয়জনের জন্য আলাদা ভাগ থাকার পর অতিরিক্ত ভাগ নবীজী c এর নামে প্রদান করে, তাহলে কুরবানী শুদ্ধ হবে। কিন্তু এক অংশে একাধিক ব্যক্তি শরীক হয়ে কুরবানী দিলে, যাদের এককভাবে আলাদা কোন অংশ নেই, তাহলে এর মাধ্যমে কুরবানী আদায় হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • الفتاوى الهندية, খন্ড: , পৃষ্ঠা: ৩০৪
  • تبيين الحقائق, খন্ড: , পৃষ্ঠা:
  • هداية, খন্ড: , পৃষ্ঠা: ৪২৯
  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৩০৫
  • البحر الرائق, খন্ড: , পৃষ্ঠা: ১৭৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৪ মে, ২১