সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

গোসলখানায় সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়িয আছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যে গোসলখানায় বেপর্দা হওয়ার আশংকা নেই, তথায় একাকী উলঙ্গ অবস্থায় গোসল করা যদিও জায়িয, কিন্তু উলঙ্গ অবস্থায় গোসল না করাই উত্তম। কেননা এটা তাকওয়ার খেলাপ। হাদীস শরীফে রাসূল c ইরশাদ করেন, “আল্লাহ তা‘আলা লজ্জাশীল ও গোপনীয়তা রক্ষাকারী এবং লজ্জা ও গোপনীয়তাকে ভালবাসেন। সুতরাং তোমরা পর্দার সাথে গোসল কর।”

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া আব্দুল হাই,, খন্ড: , পৃষ্ঠা: ১৬৫
  • ফাতওয়ায়ে দারুল উলূম,, খন্ড: , পৃষ্ঠা: ১৪৮
  • শরহে মুনিয়্যা, পৃষ্ঠা: ৫১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১