সম্পদ হেফাজতের জন্য বিনিময় গ্রহণ

মাসিক আল কাউসারবন্ধক আমানত২৭ ফেব, ২১

প্রশ্ন

আমাদের বাড়ির পাশে একটি বড় বাজার আছে। দূর-দূরান্ত থেকে মানুষ এ বাজারে আসে। অনেকেই সাইকেলে করে বাজারে আসেন এবং এক ব্যক্তির দোকানে হেফাযতের জন্য রাখেন। দোকানের মালিক এর জন্য সময় অনুপাতে নির্ধারিত ফি নিয়ে থাকে। যেমন ঘন্টা প্রতি ১/২ টাকা। জানতে চাই, সাইকেল জমা রেখে এভাবে ফি গ্রহণ করা জায়েয হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, সাইকেল হেফাযতের জন্য ঘন্টা হিসাবে বিনিময় গ্রহণ করা বৈধ হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ মাদ্দা, পৃষ্ঠা: ৭৭৭
  • শরহুল মাজাল্লাহ খালিদ আতাসী, খন্ড: , পৃষ্ঠা: ২৪২
  • শরহুল মাজাল্লাহ, সীলম বায, খন্ড: , পৃষ্ঠা: ৪৩১
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৬৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১