সফরের সময় যদি দূরত্ব নিয়ে সন্দেহ থাকে তবে কসর নামায পড়া কী ঠিক হবে

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয১২ জানু, ২২

প্রশ্ন

সফরের সময় যদি দূরত্ব নিয়ে সন্দেহ থাকে তবে কসর নামায পড়া কী ঠিক হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, কসর পড়া ঠিক হবে না। বরং চার রাকাতই পড়তে হবে। কারণ যদি পরবর্তীতে জানা যায় যে, স্থানটি কসরের দূরত্বে ছিল। তাহলে চার রাকাত আদায় করে থাকলে, দুই রাকাত পর বৈঠক করার দ্বারা ধর্তব্য হবে, দুই রাকাত ফরজ আদায় হয়েছে কসর হিসেবে, আর শেষের দুই রাকাত নফল আদায় করেছে। তাই এ হিসেবে নামাযে কোন সমস্যা বাকি থাকছে না। তবে যদি দুই রাকাতের পর বৈঠক না করে থাকে, তাহলে ফরজ আদায় হয়নি। নামাযটি পুনরায় পড়তে হবে। আর যদি কসর পড়া হয়ে থাকে, অথচ পরে জানা যায় যে, উক্ত স্থান সফরের দূরত্বে ছিল না, তাহলে চার রাকাতের বদলে দুই রাকাত পড়ার কারণে নামাযটি বাতিল বলে সাব্যস্ত হচ্ছে। তাই উক্ত নামায কাযা করা আবশ্যক হয়। এ কারণে যে স্থানটি সফরের দূরত্বে কি না? সন্দেহ হয়, উক্ত স্থানে কসর না পড়ে, পূর্ণ নামায পড়তে হবে। فى الجوهرة النيرة- فإن صلى أربعا وقعد في الثانية مقدار التشهد أجزأته ركعتان عن فرضه وكانت الأخريان له نافلة الخ وإن لم يقعد في الثانية قدر التشهد بطلت صلاته (الجوهرة النيرة، كتاب الصلاة، باب صلاة المسافر-1/216 ، الفتاوى الهندية، كتاب الصلاة، الباب الخامس عشر فى صلاة المسافر-1/139، طحطاوى على مراقى الفلاح-345)

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১২ জানু, ২২