সফরের কারণে রামাযান মাসে উনত্রিশটির কম রোযা হলে

ইসলামী জিন্দেগীরোজা১৯ ফেব, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তি রামাযানের প্রথম অংশে বাংলাদেশে ছিল। এরপর সে লণ্ডনে চলে যায়। সেখানে বাংলাদেশের চেয়ে একদিন পুর্বে ঈদ অনুষ্ঠিত হয়। আর সেও অন্যান্যদের সাথে ঈদ উদযাপন করে। উল্লেখ্য যে, বাংলাদেশে রামাযানের রোযা লণ্ডনের চেয়ে একদিন পর শুরু হওয়ার তার রোযার সংখ্যা হয়েছে আটাশটি। সুতরাং এমতাবস্থায় উক্ত ব্যক্তির জন্য ঊনত্রিশতম রোযা রাখা জরুরী কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এরুপ ব্যক্তির জন্য সংশ্লিষ্ট দেশের ঈদের দিনে ঈদ উদযাপন করা কর্তব্য এবং পরে তার জন্য অতিরিক্ত একটি রোযা করে ঊনত্রিশতম রোযা কাযা করা জরুরী।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৪
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪২৩
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১