সফরের আহকাম শুরু হওয়ার সময়

মাসিক আল কাউসারনামায৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমরা জানি, সফরে ৪৮ মাইল বা ৭৮ কিলোমিটার দূরত্ব অতিক্রমের নিয়তে নিজ আবাদী ত্যাগ করার পর থেকে সফরের আহকাম শুরু হয়। প্রশ্ন হল, নিজ গ্রাম বা শহরের বাড়ি-ঘর যদি অনেক দূর পর্যন্ত লাগালাগি থাকে তাহলে সফরের আহকাম প্রযোজ্য হওয়ার জন্য কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? আবাদী অতিক্রম করার অর্থ কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আবাদী অতিক্রমের অর্থ হল, নিজ গ্রাম বা শহর সম্পূর্ণরূপে অতিক্রম করা। নিজ গ্রাম বা শহরের ঘর-বাড়ি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হলে সেগুলোও অতিক্রম করতে হবে। এর আগে সফরের হুকুম কার্যকর হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মাজমাউয যাওয়াইদ, খন্ড: , পৃষ্ঠা: ২০৪
  • ইলাউস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ৩১০
  • কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনা, খন্ড: , পৃষ্ঠা: ১২১
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৫৩৬
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১২৮
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১