সফরে থাকাকালীন নামায আদায়

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

যে সমস্ত লোক সর্বদা পরিবহনে চাকুরী করে, যেমন- বাসে, লঞ্চে ও স্টীমারে ইত্যাদি। তারা কি কসর নামায পড়বে, না পূর্ণ নামায আদায় করবে?

স্ত্রীর বাপের বাড়ীতে নামায কসর পড়বে, নাকি পূর্ণ নামায আদায় করবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যে সমস্ত লোক সর্বদা পরিবহনে চাকুরী করে এবং তা নিজ বাড়ী থেকে ৪৮ মাইল দূরবর্তী হয়, তারা সফর অবস্থায় সর্বদা নামায কসর পড়বে। যখন বাড়ীতে ফিরবে তখন শুধু পূর্ণ নামায পড়বে।

মহিলারা বিবাহের পরে যদি বাপের বাড়ীতে আসে এবং বাপের বাড়ীতে মাঝে মাধ্যে যাতায়াত জারি থাকে তাহলে বাপের বাড়ীতে পূর্ণ নামায পড়বে। কারণ, সেটাও তার আসল বাড়ী।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ১২৫
  • ফাতাওয়া দারুর উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৫
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৮
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৩১
  • হালবী কাবীর, পৃষ্ঠা: ৫৪৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১