সপরিবারে তারাবির নামাজের জামাত করা

মাসিক আল কাউসারনামায১ মার্চ, ২১

প্রশ্ন

আমার বড় ভাই হাফেয ও আলেম। আমার আব্বা ও আম্মা ভাইয়ার পিছনে তারাবীর নামায পড়তে চান। বাড়িতে আমার ছোট দুই বোন ও এক ভাই আছে। তারা কি একত্রে জামাত করে তারাবীর নামায পড়তে পারবেন? এক্ষেত্রে জামাতে কীভাবে দাঁড়াবে জানিয়ে বাধিত করবেন। প্রকাশ থাকে যে, জামাতে কোনো গায়রে মাহরাম পুরুষ বা মহিলা থাকে না।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনার ভাই বাবা, মা ও মাহরাম মহিলাদের নিয়ে বাড়িতে জামাতের সাথে তারাবীর নামায পড়তে পারবেন। এক্ষেত্রে ইমামের পিছনে পুরুষদের কাতার হবে। এর পরবর্তী কাতারে মহিলাগণ দাঁড়াবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: , পৃষ্ঠা: ৪০৭
  • সুনানে কুবরা বায়হাকী, খন্ড: , পৃষ্ঠা: ১০৭
  • আলইসতিযকার, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৮
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৯৫
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩৫২
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৭২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১ মার্চ, ২১