সন্তান প্রসবের পর নেফাসের রক্ত বের না হলেও কি গোসল করা আবশ্যক

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসপবিত্রতা১৬ মে, ২১

প্রশ্ন

সন্তান প্রসবের পর যদি মহিলার নেফাসের কোন রক্ত বের না হয়, তাহলে উক্ত মহিলার উপর গোসল করা আবশ্যক কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বাচ্চা হবার পর নেফাসের রক্ত বের না হলেও গোসল করা আবশ্যক।

- والله اعلم باالصواب -

সূত্র

  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৩০৭
  • الفتاوى الهندية, খন্ড: , পৃষ্ঠা: ৩৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৬ মে, ২১